Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ৪:০৫ পিএম
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
 
এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোঝিকোদে ও মালাপ্পুরাম জেলায় ভয়াবহ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। জ্বরের কারণে এদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাতে তিনজনের মৃত্যু হয়।’
 
তিনি আরও বলেন, ‘এ ভাইরাসে আক্রান্ত আরও কয়েকজনকে জেলা দুটির সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
 
এদিকে এ ভাইরাস মোকাবেলায় ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ন্যাশনাল সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) নেতৃত্বে একটি কেন্দ্রীয় দল গঠনের নির্দেশ দিয়েছেন।
 
১৯৯৯ সালে প্রথম মালয়েশিয়ায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমে গৃহপালিত পশু এতে আক্রান্ত হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ