বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পবিত্র রমজান মাসে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণসহ আগামী ১৪ জুন পর্যন্ত গৃহকর রেইট এবং ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করা হবে। গতকাল (রোববার) চসিকের নির্বাচিত ৫ম পরিষদের ৩৪তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন। সভায় রমজান মাসে মুসল্লিদের অজু এবং ইফতার করার জন্য চসিকের উদ্যোগে পানি সরবরাহ করা, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদের কেন্দ্রীয় জামাত আয়োজন করা, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে ঈদ জামাত পরিচালনা করা, ছাদ বাগান কার্যক্রম তরান্বিত করা, দারিদ্র হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন কার্যক্রম জোরদার করা, বাজার মূল্য মনিটরিং ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রাখাসহ জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেয়র বলেন, পবিত্র রমজানে পুরো মাস রোজাদারদের রোজা ও ইবাদত বন্দেগীর সুবিধার্থে প্রত্যেক মসজিদের আশপাশে ময়লা আবর্জনা ফেলা নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়মিত নালা-নর্দমাগুলো পরিষ্কার করে মশকের প্রজনন ধ্বংস করার ওষুধ ছিটানোর কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।