Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন

হেফাজত মহাসচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে ভোগবিলাস ও জুলুম পরিহার করে কোরআনের নির্দেশের প্রতি নিজেদেরকে আত্মনিয়োগ করুন।
তিনি বলেন, এই বরকতপূর্ণ মাসে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের অতি মুনাফার জন্য সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য ক্রয়ক্ষমতার বাহিরে নিয়ে যাচ্ছে। এই ধরণের অপশক্তিকে আইনের আওতায় এনে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। সেই সাথে তিনি রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল রেস্তোরাঁর মালিকদেরকে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহবান জানান। তিনি সকল প্রকার অনৈসলামিক কর্মকাণ্ড, জুলুম ও অপসংস্কৃতি পরিহার করে ইবাদতের প্রতি অগ্রসর হওয়ার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ