পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে বিজয়ী পাকাতান হারাপান (পিএইচ) জোটের নতুন সরকার দেশটির প্রশাসনের বেশ কয়েকটি দিকের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, তিনি দেশটির প্রশাসনের পাশাপাশি ইসলামি প্রশাসনেও পরিবর্তন আনবেন। গত সপ্তাহে দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তুন ড. মাহাথির মোহাম্মদ তার প্রথম বøগ পোস্টে লিখেন, ‘কোরআন ও সত্য হাদিস অনুযায়ী ইসলামি শিক্ষার উপর পিএইচ সরকার গুরুত্ব দেবে। পোস্টে তিনি পবিত্র রমজান মাসের পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বারিশান ন্যাশনাল (বিএন) থেকে পিএইচ’র থেকে ক্ষমতা রূপান্তর সম্পর্কেও লিখেছেন তিনি। ড. মাহাথির বলেন, ‘আলহামদুলিল্লাহ, শান্তিপূর্ণ ও সুসংগঠিত পরিবেশে মুসলমানরা পবিত্র রামাদান মাসে রোজা রাখার আরেকটি সুযোগ পেয়েছেন। ১৪ তম সাধারণ নির্বাচনে সরকারের পরিবর্তনের পর এটি আরো গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘মালয়েশিয়ার সকল নাগরিক দেশের একতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব অনুভব করে। পুলিশ ও সেনাবাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তাদের ভূমিকা পালন করছে।’ মাহাথির আশা প্রকাশ করেন যে রোজার মাসটিতে মুসলমানরা তারাবিহ নামাজ এবং কোরআন অধ্যয়নের মাধ্যমে উপকৃত হবে। তিনি কোরআনের অর্থ বুঝতে চেষ্টা করার এবং তাদের আয়াতসমূহকে কেবল মুখস্থ না করতে মুসলিমদের প্রতি আহŸান জানান। এছাড়াও, ড. মাহাথির নতুন সরকারকে সমর্থন করার জন্যও দেশবাসীর প্রতি আহŸান জানান। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ রমজানে এই মহিমান্বিত মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নির্দেশনা লাভ করব যাতে আমাদের প্রতিটি কর্মই আশীর্বাদপ্রাপ্ত হয়।’ সম্প্রতি মালয়েশিয়ায় ১৪তম সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় পান দেশটির মাহাথির মোহাম্মদ। তার এই বিজয় ব্রিটেন থেকে দেশটির স্বাধীনতা লাভের ৬১ বছরের মধ্যে সরকার প্রথম পরিবর্তনের দরজা খুলে দেয়। এর মধ্যদিয়ে ক্ষমতা হারায় দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল। মাহাথির এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। নিউ স্ট্রেইট টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।