প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: এক সময় ছিলেন ফুটবলার। বিভিন্ন ক্লাবের হয়ে আশি দশকে প্রথম বিভাগ ফুটবল লীগে খেলেছেন। তিনি ছিলেন ডিফেন্ডার। বল নিয়ে তার সামনে এলে অনেক ফুটবলারই ঘাবড়ে যেতেন। ফুটবল থেকেই চলচ্চিত্রে পা রাখেন। নজরুল থেকে তার নাম দেয়া হয় কাবিলা। নামটাও কেমন বিচিত্র। এ নাম নিয়ে তখন দর্শকদের মধ্যেও বেশ আলোচনা হয়। চলচ্চিত্রের শুরুটা হয় ভিলেন চরিত্র দিয়ে। তার চেহারা দেখে যে কেউ ভড়কে যেতেন। ভিলেন থেকে ধীরে ধীরে কৌতুক চরিত্রে অভিনয় শুরু করেন। আবার ভিলেন চরিত্রও ছাড়েননি। তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দায় তার চালচলন, পোশাক, অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়তেন। নির্মাতাদের কাছে তিনি হয়ে উঠেন অনিবার্য এক অভিনেতা। হঠাৎ করেই তিনি গলায় দুরারোগ্য রোগ দেখা দেয়। দেড় বছর আগে গলায় অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই তার স্বভাবসুলভ স্বরে কথা বলতে পারেন না। আস্তে আস্তে কথা বলেন। এখন কিছুটা ভাল বোধ করায় অভিনয়ে ফিরেছেন। দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমায় অভিনয় করছেন। শূটিং স্পটে কাবিলার সঙ্গে কথা হয়। জানান, নিজের সীমাবদ্ধতা নিয়েও চলচ্চিত্রে কাজ করছেন। তিনি বলেন, এখন তো আর শব্দ করে কথা বলতে পারি না। তারপরও আমাকে ভালোবেসে যারা কাজের জন্য ডাকেন, চলচ্চিত্রের প্রতি ভালবাসা থেকেই কাজ করতে আসি। নিজেকে সারাজীবন অভিনয়শিল্পী হিসেবেই ভেবেছি, এভাবেই আজীবন কাজ করে যেতে চাই। তিনি বলেন, আমি যখন গলায় অপারেশন করাই, তখন অনেকেই মনে করেছিলেন, আমি বোধ হয় এবার মারা যাব। তবে আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। আল্লাহ চাইলে আবারও নিজের মতো করে কথা বলতে পারব। তিনি বলেন, আমি কথা বলি আমার স্টাইলে। এটা দর্শক গ্রহণ করেছেন। আবার আগের মতোই কথা বলতে চাই। চলচ্চিত্র নিয়ে তিনি বলেন, এখন সবকিছুই কমে গেছে। সিনেমা হল কমেছে, অভিনয়শিল্পী কমেছে, সঙ্গে গুণী পরিচালক কমেছে। আর কৌতুক বোঝে এমন পরিচালক নেই বললেই চলে। তাহলে সিনেমায় কৌতুক হবে কীভাবে? আবার সিনেমার মানও কমেছে। ভালো চলচ্চিত্র নির্মাণ হলে তা দর্শক দেখেন। একসময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা ছাড়া দর্শকের আর কোনো উপায় ছিল না। এখন সময় বদলেছে, সময়ের সাথে তাল মিলিয়ে সিনেমা বানালে নিশ্চয়ই দর্শক হলে গিয়ে সিনেমা দেখবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।