Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় হামাসের দুই স্থাপনায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ৮:২২ পিএম

ফিলিস্তিনের গাজায় হামাসের দুটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও বিবরণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে গাজার উত্তর ও পশ্চিম অংশে ইসরাইলি জঙ্গিবিমান থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে। গাজায় ইসরাইলি সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল। গত ডিসেম্বর থেকেই গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। ২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে গাজা কার্যত বিশ্বের সর্ববৃহৎ জেলখানায় পরিণত হয়েছে। অপরদিকে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েক জন নেতার বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্ররা। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ও উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেমসহ শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যৌথভাবে। আমেরিকার সঙ্গে এ নিষেধাজ্ঞা আরোপে অংশ নিয়েছে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমান। হিজবুল্লাহর নেতাদের বাইরে এ সংগঠনের সঙ্গে জড়িত আরও কয়েকজন ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে বলে জানা গেছে। লেবাননের জনপ্রিয় সংগঠন হিজবুল্লাহ সন্ত্রাসী তৎপরতায় অংশ নিচ্ছে বলে আমেরিকা ও তার মিত্র দেশগুলো অভিযোগ করেছে। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে এমন সময় সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে যখন সংগঠনটি সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজ দেশে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছে। এছাড়া লেবাননের সর্বসাম্প্রতিক সংসদ নির্বাচনে হিজবুল্লাহর জোট সবচেয়ে বেশি আসনে বিজয় লাভ করেছে। আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ