Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিল উ.কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১০:২১ এএম | আপডেট : ২:৩৮ পিএম, ১৬ মে, ২০১৮

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দিলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বহুপ্রতিক্ষিত ওই বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র কর্মসূচী বন্ধ করার জন্য প্রস্তুত আছে, এমন ঘোষণা দেওয়ার পর ওই বৈঠকের দিনক্ষণ ঠিক হয়।

কিন্তু দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ উত্তর কোরিয়া বুধবার দক্ষিণ কোরিয়া সঙ্গে আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বলে খবর বিবিসির।

এ দিন রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কিম কাই গুয়ানের উদ্ধৃতি দিয়ে জানায়, “যদি যুক্তরাষ্ট্র আমাদের কোণঠাসা করে একতরফাভাবে আমাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দেয় তাহলে বৈঠকের বিষয়ে আমাদের আর কোনো আগ্রহ থাকবে না এবং সেক্ষেত্রে আসন্ন ডিপিআরকে-ইউএস শীর্ষ সম্মেলন আমরা গ্রহণ করবো কি না তা পুনর্বিবেচনা করে দেখতে হবে।”

ডিপিআরকে বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘ম্যাক্স থান্ডার’ ১৪ মে থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে, যা ২৫ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের সময়ই আকাশ যুদ্ধের এই মহড়াটি হওয়ার কথা ছিল, কিন্তু উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন দিকে মোড় নিতে থাকায় ওই সময় মহড়াটি স্থগিত করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ.কোরিয়া

১৫ জানুয়ারি, ২০২২
২৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ