বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : পথ ভুলে হারিয়ে যাওয়া জেসমিন (১০) অবশেষে খুঁজে পেল মাকে। টানা ২৪ ঘণ্টার প্রচেষ্টায় পুলিশ শিশুটিকে মায়ের কোলে তুলে দেয়। গতকাল (মঙ্গলবার) দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জেসমিনকে তার মায়ের কাছে হস্তান্তর করেন। সোমবার ভুল গাড়িতে উঠে নগরীর জুবিলী রোডে চলে আসে জেসমিন। এরপর সে সেখানে ঘুরাঘুরি করছিল। লোকজন তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। জেসমিন বাবার নাম মোঃ সেলিম এবং মায়ের নাম হাসিনা বেগম ছাড়া আর কিছুই বলতে পারছিল না। এরপর পুলিশ তার মা-বাবাকে খুঁজতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নেয়। একপর্যায়ে জেসমিনের মায়ের সন্ধান পায় পুলিশ। ওসি মোহাম্মদ মহসিন বলেন, জেসমিনের মা হাসিনা বেগম বায়েজিদ বোস্তামি থানা এলাকার বার্মা কলোনিতে ভাড়া বাসায় থাকেন। তার বাবা টেকনাফের হ্নীলার বাসিন্দা। পেশায় বাসচালক। একাধিক বিয়ে করেছেন তিনি। জেসমিনরা সাত ভাই-বোন। মা একসময় পোশাক কারখানায় চাকরি করলেও অসুস্থতার কারণে সংসারে অভাব অনটন লেগে ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।