Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সততার দৃষ্টান্ত স্থাপন করল হাইওয়ে পুলিশ

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : দুর্ঘটনা কবলিত একটি পিকআপ থেকে উদ্ধার করা নগদ ২ লাখ ৮২ হাজার টাকা ও ৪০ হাজার টাকার চেকসহ মূল্যবান সামগ্রী প্রকৃত মালিককে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, গত ১১ মে ভোর সাড়ে ৪টায় রংপুর-বগুড়া মহাসড়কের কোমরপুর গোপীনাথপুর এলাকায় একটি কোম্পানীর পিকআপ দুর্ঘটনায় পড়ে চালক জিমু সরদার গুরুতর আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সাজেন্ট ফিরোজ হোসাইন ও এ.এস.আই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহতাবস্থায় চালক জিমুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় তারা ওই পিকআপ থেকে নগদ ২ লাখ ৮২ হাজার টাকা, ৪০ হাজার টাকার একটি চেক ও একটি দামী মোবাইল ফোন সেট উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ওসির নিকট জমা রাখেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আকতার হোসেন ওসি গতরাত ১০টায় কোম্পানীর মালিক তাহমীদ আহম্মেদের নিকট সমুদয় টাকা, চেক ও মোবাইল ফোন হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ