Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মুম্বাইয়ে বাটলার ঝড়

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:৩৩ এএম

স্পোটস রিপোর্টার : দু’দিন আগেই তার ব্যাটিং তান্ডব দেখেছে জয়পুর। তার অপরাজিত ৯৫ রানে ভর করে সেদিন চেন্নাইকে উড়িয়ে দিয়েছিল রাজস্থান। আবারও গর্জে উঠল জস বাটলারের ব্যাট। সেই ঝড়ে এবার লÐভন্ড মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুস্তাফিজদের দলের দেয়া ১৬৯ রানের লক্ষ্য বাটলারের ব্যাটে চড়ে ৭ উইকেট আর ১২ বল হাতে রেখেই টপকে যায় রাজস্থান। ব্যাট ক্যারি করে শেষ পর্যন্ত দলকে জয় এনে দিয়ে ৯৪ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ বাটসম্যান। এদিনও সেঞ্চুরি বঞ্চিত হলেও আক্ষেপ কমেছে তার ৫৩ বলে ৯ চার ও ৫ ঝক্কার ঝলমলে ইনিংসে। এছাড়া রাহানে (৩৭) ও স্যামসনের (২৬) ছোট্ট অবদানে ১৮ ওভারে ১৭১ রান করে ৩ উইকেট হারানো রাজস্থান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে যাদব (৩৮), লুইস (৬০), পান্ডিয়াদের (৩৬) ব্যাটে নির্ধারিত ওভারে ১৬৮ রান তোলে মুম্বাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝড়

১৩ অক্টোবর, ২০২২
৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ