মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের শীর্ষ কর্মকর্তা ডেভিড বিসলে জানিয়েছেন, উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ নেই, তবে খাদ্যাভাব আছে। শনিবার বিবিসি ফোরকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। গত ৮ থেকে ১১ মে চারদিনের জন্য উত্তর কোরিয়া সফরের সুযোগ পান বিসলে। এর মধ্যে তিনি দু’দিন কাটিয়েছেন রাজধানীতে আর বাকী দু’দিন রাজধানী বাইরে। তার এই সফরকালে উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিসলে জানিয়েছেন, ১৯৯০ সালের দিকে উত্তর কোরিয়ায় যতটুকু অভাব ছিল, এখন পরিস্থিতি সেই পর্যায়ে নেই। জনগণের পুষ্টির চাহিদা পূরণে সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, ‘ইতিহাসে একটি পাতা খোলার আভাস পাওয়া যাচ্ছে।’ উত্তর কোরিয়ার কৃষি সম্পর্কে বিসলে জানিয়েছেন, দেশটির মাত্র এক পঞ্চমাংশ ভূমি আবাদযোগ্য। তিনি বলেন, ‘দেশটির প্রত্যন্ত অঞ্চলে আমি সবচেয়ে শক্তিশালী যে বিষয়গুলো দেখেছি তার একটি হচ্ছে, বসন্তকালে লোকজন চারা বুনছে, কোনো যন্ত্রপাতি নেই, ক্ষেতে কেবল নারী, পুরুষ ও ষাড়।’ তিনি বলেন, ‘এটা বেশ কাঠামোবদ্ধ ও সুসংগঠিত, ক্ষেতের প্রত্যেকটা অংশে মই ও নিড়ানি দেওয়া হচ্ছে এবং তারা রাস্তার কোনা, ঢালুতল পর্যন্ত সোজাসুজি চারা রোপন করছে। তারা জমির প্রতিটি কোনায় চাষ করছে। কারণ দেশটির অধিকাংশই পার্বত্য অঞ্চল।’ জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘১৯৯০ সালের দিকে আপনারা যে ধরণের দুর্ভিক্ষের কথা শুনেছিলেন, আমি সে ধরণের কোনো দুর্ভিক্ষ দেখিনি। এটা ভালো সংবাদ। তবে সেখানে খাদ্যাভাবের বিষয়টি রয়েছে। আর পুষ্টিহীনতা? এ নিয়ে কোনো প্রশ্নই নেই।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।