Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ভূমি মাইন অপসারণে সোচ্চার অধ্যাপক নিখোঁজ পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১০:০০ পিএম

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রধান ও রাজনৈতিক অ্যাকটিভিস্ট ড. রিয়াজ আহমেদ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তিনি ওয়াজিরিস্তানে ভূমি মাইন অপসারণের দাবিতে সক্রিয় একটি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ ড. রিয়াজ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।দেশটির কেন্দ্র শাসিত উপজাতীয় অঞ্চলের (ফাটা) পশতুন তাহাফফুজ মুভমেন্টের (পিটিএম) কর্মীদের ওপর ধরপাকড়ের বিরুদ্ধে ছিলেন তিনি। ওয়াজিরিস্তান থেকে ভূমি মাইন অপসারণের দাবিতে ২০১৪ সালে এ আন্দোলনের শুরু হয়। ড. রিয়াজের মুক্তির দাবি জানিয়েছেন পিটিএম কর্মীরা। ড. রিয়াজকে আন্দোলনের করাচির প্রধান হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তানের বিশিষ্ট লেখক মোহাম্মদ হানিফ তার মুক্তি দাবি করেছেন। ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ