শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
কবিতা
সুজিত হালদার
সম্পর্ক
একটি রাত যদি এমন হতো শুধুই তোমার আর আমার
আলোহীন অন্তর্মুখী দৃষ্টি - নিঃশ্বাস ফেলতাম তোমার ঘাড়ের কাছে।
প্রেয়সীর ঠোঁটে ঠোঁট রেখে-
প্রিয় যেমন অনুভব করে অন্য পৃথিবী
তেমনি চাঁদের আলোয় ঘুমহীন- ছুঁয়ে দেখতাম জো¯œা।
কতটা ঠান্ডা স্পর্শ অথচ উষ্ণ কামহীন নিগূঢ় প্রেম
অন্তরে মমত্ব বাড়াতো দ্বিগুন
মায়ায় ভরে দিতো দেহ- মিরাসম নিঃস্পাপ আলেখ্য
আমাকে বুঝতে অন্য আমি, কতোটা শান্ত তোমার বুকের কাছে
উতলা নির্ঘুম স্বপ্ন ডানা মেলছে হানা দিতে সবুজে ঘেরা পাহাড়ের গায়
হঠাৎই নির্জন কক্ষেÑ আলোর ঝলকানীতে দেখবোÑ
মায়াবী রাতের চোখ- আমারই প্রানবন্ত আবেশী চোখে।
ভূবনবিহারীর চোখে চোখ রেখে- মিরা যেমন চোখ সড়াতে চায় না
তেমনি আমিও তোমার চোখে চোখ রেখেÑ থাকতাম মগ্ন।
হুমায়ুন গালিব
বৃষ্টির বাগানে ফুটে চোখ
বৃষ্টির বাগানে ফুটে আছে চোখ
অনন্তকালের ঝরনায় শুধু ঝরে
কোনো সরোবরে মিলনের আকাঙ্খায়
জোছনা নামে মগ্নতায়, গোপন হাহাকারে
সোনালি নদীর ধারে স্বপ্নের ঘরে
রুপালি জল ভেসে যায় তৃষার্ত হৃদয় পাড়ে।
স্বরূপ মÐল
আমি ও শ্বাসমূল
এতো টুকু কখনো কখনো
বিশাল আকার হয়ে যায়
বচনের মুদ্রায় জাগে প্রাণ
শ্বাসমূল উঁচিয়ে ধরে শিকড়
চারপাশ সবুজ হলেই
সবকিছু থাকেনা মুঠোয়
শিখেছি শ্বাসমূলের কাছে
প্রশ্বাসের যাতনা-দুর্ভোগে
বাঁচার চেয়ে মৃত্যু কঠিন
জানলাম লবন পলিতে
দালাল জাহান
লাজুক লাশ
মেথর পাড়ার কিশোরী মেয়েটি
পাতা কুড়াচ্ছিল রাস্তায়
গন্ধ পাগল উল্টে গিয়ে
কনসার্টে দিলো শব্দের আগুন
কুকুরগুলো জেগে উঠে
দৌড়ে ছুটলো মেয়েটির কাছে
দলছুট শিকারীরা হলো হতাশ
প্রচন্ড কম্পনে আকাশ থেকে
নেমে এলো এক ঝলমল তারা
হাজার হাজার মানুষের সামনে
নাক টিপে বের করে নিলো
সমস্ত মাটির মায়া দুধ
রক্তলাল সবুজ ঘাসে
কেবলই পড়ে রইলো তার
লাজুক লম্বা লাশ।
শারমিন সুলতানা রীনা
নতজানু
পাখির পালকের মতো
সামান্য স্নেহের কাছে নতজানু
বুকে আগুন পুষে তবু
ইরি ধানের সেঁচ হই
একটু নির্জনতায় বয়ে দিতে
জলের প্রপাত
পাথর হৃদয় থেকে ঝরে যায় জল
ছুঁয়ে দেখলেনা পুষ্পিত ঘ্রাণ
তবে কি আমি ভুলকে ফুল ভেবে
দহনে দহনে ধারণ করেছি
গভীর বেদনা?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।