Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআইএ’র সাবেক এজেন্ট অভিযুক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ৮:৫৪ পিএম

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করায় সিআইএ’র একজন সাবেক এজেন্টকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। এই মামলার কারণে আট বছর আগের সিআইএ’র চীন নেটওয়ার্কের সম্পর্কের নাটকীয় অবনতি হতে পারে। বিচার বিভাগ জানায়, সিআইএ’র চাকরি ছেড়ে চলে যাওয়ার তিন বছর পর ২০০৭ সালে জেরি চুন শিং লী যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্যের বিনিময়ে চীনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে অর্থ নেন। ৫৩ বছর বয়সী লী চীনের এজেন্টদের অনুরোধে তথ্য দিয়েছিলেন। এক্ষেত্রে তিনি নগদ অর্থ নেয়ার কথা গোপন রাখেন। লী জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও একই সাথে তিনি হঙ্কংয়েরও বাসিন্দা। গত জানুয়ারি মাসে লী’কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে এফবিআই এজেন্টরা লী’র মালপত্র খুঁজে বের করে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ