Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী হতে প্রস্তুত, ইঙ্গিত রাহুলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

ভারতে আগামী বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলে প্রধানমন্ত্রী হতে তৈরি আছেন বলে জানিয়েছেন দলটির সভাপতি রাহুল গান্ধী।
গতকাল মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে বিশিষ্ট নাগরিকদের এক সমাবেশে খোলাখুলিই একথা বলেছেন রাহুল। এ নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে প্রস্তুত বলে ইঙ্গিত দিলেন তিনি।
এর আগে গতবছর সেপ্টেম্বরে বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রশ্নের জবাবে এ কথাই বলেছিলেন তরুণ এই নেতা।
গতকাল মঙ্গলবার ব্যাঙ্গালুরুর সমাবেশে রাহুলকে প্রশ্ন করা হয়, আগামী সাধারণ নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি প্রধানমন্ত্রী হতে রাজি হবেন কি-না।
উত্তরে কংগ্রেস সভাপতি বলেন, “বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করছে। এটি নির্বাচনে কংগ্রেস কেমন ফল করে তার উপর নির্ভর করছে। আমি বলতে চাচ্ছি.. যদি কংগ্রেস সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হয় তবে হ্যাঁ।”
নরেন্দ্র মোদী আর কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এ প্রশ্নের জবাবে রাহুল বলেন, “আমি প্রায় নিশ্চিত যে, মোদী আর কখনোই প্রধানমন্ত্রী হবেন না। আমি তার মুখে সেটার আভাস দেখতে পাই। তিনিও এটা জানেন।”
রাহুলের এ মন্তব্যের জবাবে মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র সামবিত পাত্র বলেন, “আমরা যখন রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা জানতে পেরেছি, আমাদের খুব হাসি পেয়েছে। ব্যাপারটি অনেকটা বিনোদনের মত। তিনি এর আগে দলের সহ-সভাপতি ছিলেন এবং নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য দায়ী। দলের সভাপতি হিসেবেও একই ঘটনা ঘটবে। একের পর এক নির্বাচন হবে এবং তিনি কংগ্রেসের হয়ে হারবেন।” সূত্র : আইএএনএস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ