রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (লক্ষ্মীপুর) থেকে হারুনুর রশিদ : একদিন যার সহায় সম্ভল সবই ছিলো, আজ সে নিঃস্ব হয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। মঞ্জুরুল হক (চন্দন) লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মুন্সি বাড়ির মাহাবুবুল হকের ছেলে।
২০১৭ সালের গোড়ার দিকে তার কিডনি সমস্যা দেখা দিলে তিনি ঢাকাস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. এম এ হামিদের স্মরণাপন্ন হন। ডা. এম এ হামিদ পরীক্ষা-নিরিক্ষা করে জানান, মঞ্জুরুল হকের দুইটি কিডনী নষ্ট হয়ে গেছে। মঞ্জুরুল হক ওখানেই ভর্তি হন। প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন এবং কয়েক লক্ষ টাকা ব্যয় করেন। এত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে তার পক্ষে সম্ভব না হওয়ায় তিনি ২০১৮ সালের এপ্রিলে নিজ দ্বায়িত্বে চলে আসেন। এরপর তিনি চাঁদপুরে ক্যাম্পাস ডায়ালোসিস সেন্টারে ডায়ালোসিস করাতে সপ্তাহে দুই দিন ডায়ালোসিস করাতে সেন্টার কর্তৃপক্ষ বলেন। প্রতি সপ্তাহে তিন হাজার পাঁচশত (৩৫০০) টাকা করে কিছুদিন ডায়ালোসিস করার পর এ ব্যয়ভারও তার পক্ষে করা সম্ভব না হওয়ায় পূনরায় তিনি ডাক্তার হামিদের স্মরণাপন্ন হলে তিনি অন্তত একটি কিডনী সংযোজন করতে হবে বলে জানান। একটি কিডনীই সংযোজন করতে ২০ লাখ টাকা প্রয়োজন বলে জানান। এতে তার এবং তার পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই তিনি সমাজের দানশীল, হৃদয়বাদ ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা
রেহানা আক্তার
সঞ্চয়ী হিসাব নং ২০৫০২৩৫০২০০০৭৪৬১৫
ইসলামী ব্যাংক, রায়পুর শাখা,লক্ষ্মীপুর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।