প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশিক বন্ধু: বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত কন্ঠশিল্পী শাহরিয়া পারভিন রোজী। ২০০০ সাল থেকে টেভিভিশনে এবং ৯৬ সাল থেকে বেতারে গান করে চলেছেন। দীর্ঘ সময় পেরিয়ে এসেও তিনি ধীরে চলো নীতিতে বিশ্বাসী। অহেতুক সস্তা গানে নিজেকে ভাসিয়ে দেননি। শাহরিয়া পারভিন বলেন, ‘একদিন ঠিকই ভালো গানের জয় হবে। নিয়মিত গান করে যাচ্ছি। মৌলিক সুর এবং ভালো গানকে প্রাধান্য দিয়ে গান করে থাকি। ৯৬ সালে শাহরিয়া পারভিনের প্রথম একক অ্যালবাম প্রাণের বন্ধু’ প্রকাশিত হয়েছিল বিনিময় স্টোর থেকে। তখন অ্যালবামটি শ্রোতাদের কাছে বেশ সমাদৃত হয়েছিল। প্রশংসিত হওয়ার পরও বানিজ্যিক ধারার শিল্পী হতে চাননি তিনি। লেখাপড়া, পরিবারকে গুরুত্ব দিয়েছেন। তবে তিনি এখনো নিয়মিত প্রতিমাসে বেতার-টেলিভিশনে গান করছেন। অচিরেই একটি গানের অডিও অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশ করবেন বলে জানান। শাহরিয়া পারভিন গান গাওয়ার পাশাপাশি সংগঠনেও যুক্ত। সারগাম সঙ্গীত পরিষদ, চট্টগ্রাম বেতার টেলিভিশন শিল্পী সংস্থা ও লোকসঙ্গীত শিল্পী সংগঠনের সদস্য তিনি। ২০১৭ সালে গানের জন্য সরগম একাডেমী সম্মননা পেয়েছেন তিনি। উল্লেখ্য, ছোটবেলা থেকে গান শিখেছেন আর্য সঙ্গীত ও সপ্তক সঙ্গীত একাডেমীতে। বরেণ্য ওস্তাদের কাছে গানে তালিম নিয়েছেন। গানের জীবনে মায়ের উৎসাহটাই বেশি। তার স্বামী ডাক্তার জাহাঙ্গীর কাদিরও অনুপ্রেরণা জোগান। দুই মেয়ে ছোঁয়া ও প্রান্তিকে নিয়ে সুখের সংসার। যতটুকু সময় পান গান নিয়ে ব্যস্ত থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।