Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘র‌্যাম্বো ফাইভ’ নির্মাণ করবেন সিলভেস্টার স্ট্যালোন

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

‘রকি’ আর ‘র‌্যাম্বো’ সিরিজ দুটির সিলভেস্টার স্ট্যালোনকে বিশ্বে ব্যাপক পরিচিতি দিয়েছে। প্রথম সিরিজটির ছয়টি পর্ব আর এর সঙ্গে সম্পর্কিত দুটি (একটি এই বছর মুক্তি পাবে) এবং পরেরটির চারটি পর্ব নির্মাণের পর অভিনেতা-নির্মাতাটি ‘র‌্যাম্বো’ পঞ্চম পর্ব নির্মাণের ঘোষণা দিলেন।
৭২ বছর বয়সী অভিনেতাটি ভিয়েতনাম ফরৎ যোদ্ধা জন র‌্যাম্বোর ভূমিকায় প্রথম অভিনয় করেন ১৯৮২’র ‘ফার্স্ট বøাড’ চলচ্চিত্রে।
স্ট্যালোন জানিয়েছেন তার ‘একসপেন্ডেবল্স’ সহযোগী এভি লার্নারের (প্রযোজক হিসেবে) সঙ্গে তিনি ‘র‌্যাম্বো ফাইভ’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন।
কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
নতুন এই ফিল্মে র‌্যাম্বোর এক বন্ধুর মেয়ে অপহৃত হবে। র‌্যাম্বো মেক্সিকো-যুক্তরাষ্ট্রের সীমান্তে একটি খামারে কাজ করে। সে সেখান থেকে দ্রæত তাকে উদ্ধার করতে যায়। এই প্রক্রিয়ায় সে মেক্সিকোর সবচেয়ে নির্দয় ড্রাগ কার্টেলের সঙ্গে যুদ্ধে জড়াবে।
পাশাপাশি তার পরিচালনায় আর অভিনয়ে ‘ক্রিড টু’ ফিল্মের কাজ দ্রæত এগিয়ে চলেছে। ‘রকি’র স্পিন-অফ সিরিজটির প্রথম পর্ব মুক্তি পায় ২০১৫ সালে দ্বিতীয় পর্ব মুক্তি পাবে এই বছর ১২ নভেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ