Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে যুদ্ধ বাধতে পারে : ম্যাখোঁ

বিশ্ব নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে সমোঝাতা বাতিল হলে : রাশিয়া

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিলে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ডার স্পাইগেল পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান ম্যাখোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে ম্যাখোঁ বলেন, “এর মাধ্যমে প্যান্ডোরার বাক্স খুলে যেতে এবং যুদ্ধ বেধে যেতে পারে।” তবে কীভাবে এ যুদ্ধ বাধতে পারে সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত দেননি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, “ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চাইবেন এটা আমি বিশ্বাস করি না।” তিনি আরো বলেন, “আমি জানি না মার্কিন প্রেসিডেন্ট কেন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে আমার মতে, তিনি আমেরিকার অভ্যন্তরীণ কারণে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে চান। স্বল্প মেয়াদে এ সিদ্ধান্ত হয়ত কাজ করবে কিন্তু মধ্যম বা দীর্ঘমেয়াদের জন্য তা হবে মারাত্মক কাÐজ্ঞানহীন সিদ্ধান্ত।” অপরদিকে, রাশিয়া সতর্ক করে বলেছে, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করলে বিশ্ব মারাত্মক রকমের নিরাপত্তাহীনতার মুখে পড়বে। এ সমঝোতা সব পক্ষের স্বার্থ রক্ষার জন্য একটি ভারাসম্যপূর্ণ উপায় বলেও মন্তব্য করেছে মস্কো। গত শুক্রবার জেনেভায় পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক প্রস্তুতি কমিটির সভা শেষে রাশিয়ার প্রতিনিধিদল এক বিবৃতির মাধ্যমে একথা বলেছে। ২০২০ সালে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটি’র পর্যালোচনা নিয়ে যে সম্মেলন হওয়ার কথা রয়েছে তার প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়। রুশ প্রতিনিধিরা বলেছেন, এ সমঝোতা বাতিল করা হলে সব পক্ষের স্বার্থ-সংশ্লিষ্ট ভঙ্গুর ভারসাম্য বিনষ্ট হবে; পাশাপাশি বিশ্ব নিরাপত্তা এবং এনপিটি’র ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। অন্যায়ভাবে এ সমঝোতা থেকে কোনো পক্ষ বেরিয়ে গেলে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ওপরও তা বাজে প্রভাব ফেলবে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গত কিছুদিন যে অগ্রগতি হয়েছে তাকেও স্বাগত জানান রুশ প্রতিনিধিরা। পার্সটুডে।

 



 

Show all comments
  • মানিক ৬ মে, ২০১৮, ৩:০২ এএম says : 0
    কী যে শুরু হলো !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ