Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম


দুই ভাই অ্যান্থনি এবং জো রুসো পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’। ‘মারভেল সিনেমাটিক ইউনিভার্স’-এর ১৯তম চলচ্চিত্র এটি। ‘ওয়েলকাম টু কলিনউড’ (২০০২), ‘ইউ, মি অ্যান্ড ডুপরি’ (২০০৬), ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : দ্য উইন্টার সোলজার’ (২০১৪) এবং ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : সিভিল ওয়ার’ (২০১৬) রুসো ভাইদের যৌথ পরিচালিত ফিল্ম।
থ্যানোস মহাবিশ্বের অর্ধেক প্রাণীকে আয়ত্তে আনার উদ্দেশ্যে ছয়টি ইনফিনিটি স্টোন সংগ্রহের মিশন শুরু করলে থর (ক্রিস হেমসওয়ার্থ), হাল্ক (মার্ক রাফেলো) এবং ড. স্ট্রেঞ্জ (বেনেডিক্ট কাম্বারব্যাচ) টোনি স্টার্ককে (রবার্ট ডাউনি জুনিয়র) অনুরোধ করে স্টিভ রজার্সের (ক্রিস এভান্স) সঙ্গে তার আগের বিবাদের কথা ভুলে গিয়ে দলে যোগ দিতে। স্পাইডার-ম্যানও (টম হল্যান্ড) যোগ দেয়। অ্যাভেঞ্জারদের সঙ্গে এর পর যোগ দেয় পিটার কুইল (ক্রিস প্র্যাট) আর তার গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি দল। রকেট (ব্র্যাডলি কুপার) আর কিশোর গ্রæট (ভিন ডিজেল) থরের সঙ্গে রওয়ানা দেয়। আর গ্যামোরা (জোয়ি সালডানা) তাকে দত্তক গ্রহণকারী থ্যানোসকে তার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে অনুরোধ করে।
হলিউড শীর্ষ পাঁচ
১ অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার
২ আ কোয়ায়েট প্লেস
৩ আই ফিল প্রিটি
৪ র‌্যাম্পেজ
৫ বø্যাক প্যান্থার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ