Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরের ‘অ্যাভেঞ্জার্স’ থেকে ক্রিস এভান্সের বিদায়

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

‘ক্যাপ্টেন অ্যামেরিকা : সিভিল ওয়ার’ চলচ্চিত্রটির পরিচালক দুই ভাই অ্যান্থনি ও জু রুসো নিশ্চিত করেছেন যে আগামী ‘অ্যাভেঞ্জার্স’ চলচ্চিত্র ‘ইনফিনিটি ওয়ার’-এ ক্যাপ্টেন অ্যামেরিকার ভ‚মিকায় ক্রিস এভান্সকে আর দর্শকরা দেখতে পাবে না।
৩৫ বছর বয়সী অভিনেতাটি ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ এবং ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজ দুটিতে স্টিভ রজার্স ও ক্যাপ্টেন অ্যামেরিকার ভ‚মিকায় অভিনয় করে আসছিলেন। হাফিংটন পোস্ট জানিয়েছেন মারভেল সিনেমাটিক ইউনিভার্স শীর্ষক চলচ্চিত্রগুলোতে তাকে আর ক্যাপ্টেন অ্যামেরিকার পোশাকে দেখা যাবে না।
“আমার মনে হয় শেষ চলচ্চিত্রের শেষে সে যে তার শিল্ড হাত থেকে ফেলে দিয়েছিল তাতেই নির্ণীত হয়েছে সে তার চিরাচরিত পরিচয় ত্যাগ করছে। আসলে সে (চরিত্রটি) নিজেই তার ক্যাপ্টেন অ্যামেরিকা পরিচিতি আর নিজের মধ্যে দ্ব›দ্ব তৈরি করেছে এবং একটিকে বেছে নিয়েছে,” জো বলেন।
এর আগে দুই কাহিনীকার ক্রিস্টোফার মার্কাস এবং স্টিফেন ম্যাকফিলি জানিয়েছিলেন, অ্যাভেঞ্জাররা তাকে প্রয়োজনীয় মনে করেছে বলেই ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : সিভিল ওয়ার’ ফিল্মটিতে তার মৃত্যু দেখান হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরের ‘অ্যাভেঞ্জার্স’ থেকে ক্রিস এভান্সের বিদায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ