প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার ২৬ এপ্রিল সারা বিশ্বে একযোগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ঠিক একই দিন ঢাকার দুটি এবং চট্টগ্রামের একটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সারা বিশ্বে প্রথম সপ্তাহান্তেই ১.২ বিলিয়ন ডলার (১০ হাজার ১ কোটি টাকা) আয় করে রেকর্ড সৃষ্টি করল জো রুসো এবং অ্যান্থনি রুসো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। জানা গেছে বাংলাদেশেও, গতকাল ৩০ এপ্রিল পর্যন্ত ফিল্মটির তিন কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। দুদিন আগেই টিকিট শেষ হয়ে যাচ্ছে।
রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। একই চিত্র স্টার সিনেপ্লেক্সেও, চট্টগ্রামেও এ সপ্তাহে ছবিটির বেশির ভাগ টিকিট বিক্রি হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বিভিন্ন মূল্যের ২৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। পাঁচ দিনে ১ কোটি ২০ লাখ টাকার বেশি টিকিট বিক্রি করেছে স্টার সিনেপ্লেক্স। জানা গেছে, দর্শকের চাহিদার কারণে এই প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির প্রতিদিন ১৭টি প্রদর্শনী হচ্ছে। এখানে টিকিটের মূল্য ৮০০, ৫৫০, ৫০০ ও ৪৫০ টাকা।
যমুনা ব্লকবাস্টার সিনেমাসের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৪ হাজার ৫২০ জন দর্শক ছবি দেখার সুযোগ পান। সে হিসাবে সাত দিনে ৩১ হাজারের বেশি দর্শক দেখবেন ছবিটি। কর্তৃপক্ষ জানান ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে। এই হলে আসন অনুযায়ী সর্বোচ্চ ১০০০ টাকা মূল্যের টিকিটের পাশাপাশি রয়েছে ৬০০, ৫০০, ৪৫০ ও ৪০০ টাকা মূল্যের টিকিট।
চট্টগ্রামের সিলভার স্ক্রিনেও প্রতিদিন ছবির আটটি প্রদর্শনী হচ্ছে। এখানে বিজনেস ক্লাস ও প্লাটিনাম এই দুই বিভাগে ১৫০০ ও ৫০০ টাকা মূল্যের টিকিট রয়েছে।
বাংলাদেশে চলচ্চিত্রটি নিয়ে যে আগ্রহ আর উন্মাদনা সৃষ্টি হয়েছে তা অভূতপূর্ব। যুক্তরাজ্যের ডেইলি মেইল তাদের ওয়েবসাইটে গত ২৯ এপ্রিল বাংলাদেশে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নিয়ে আগ্রহ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে একটি ৪২ সেকেন্ডের একটি ভিডিও যোগ করা হয়েছে যাতে দেখা যায় শতশত তরুণ একটি অগ্রিম টিকিট সংগ্রহের জন্য মরিয়া হয়ে রাজধানীর একটি মাল্টিপ্লেক্সের প্রবেশ পথের দিকে ছুটে যাচ্ছে।
মারভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ২২তম চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ ২৬ এপ্রিল উত্তর আমেরিকার ৪৬৬২ থিয়েটারে মুক্তি পেয়েছে। এমসিইউ’র সূচনা হয় ২০০৮ সালে ‘আয়রন ম্যান’ দিয়ে।
শুধু উত্তর আমেরিকা থেকে প্রথম তিন দিনে আয় হয়েছে ৩৫০ মিলিয়ন ডলার (৩ হাজার কোটি টাকা) চীন থেকে ৩৩০ মিলিয়ন ডলারসহ বাকি বিশ্বে আয় হয়েছে ৮৬৯ মিলিয়ন ডলার (৭ হাজার দুই শ’ ৫০ কোটি টাকা)। এর আগে সপ্তাহান্তের রেকর্ড ছিল ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ (২০১৮) চলচ্চিত্রটির; আয় ছিল ৬৪০.৫ মিলিয়ন ডলার (৫ হাজার চারশ’ ১০ কোটি টাকা)। ‘ইনফিনিটি ওয়ার’ বিলিয়ন ডলার আয় ছাড়িয়েছিল ১১ দিনে আর ‘এন্ডগেম’ ছাড়িয়েছে তিন দিনে। ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজের মোট আয় এখন পর্যন্ত ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে একক ফিল্ম হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনও ‘অ্যাভাটার’-এর। বিশ্বব্যাপী এই আয় ২.৭৮ বিলিয়ন ডলার (২৩ হাজার পাঁচ শ’ কোটি টাকা)। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ বিশ্বব্যাপী যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে তাতে এই রেকর্ড যদি ভঙ্গ হয় তা যে খুব বিস্ময়কর হবে তা বলা যাবে না। বুধবার পর্যন্ত ৩৬৫ মিলিয়ন ডলার (৩হাজার ৮১ কোটি টাকা) বাজেটে নির্মিত ফিল্মটির আয় ১.৩৪ বিলিয়ন ডলার (১১ হাজার ৩ শ কোটি টাকা)
তিন ঘণ্টার ফিল্মটিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস এভান্স, মার্ক রাফেলো, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার, ডন চিডল, পল রাড, ব্রি লারসন, ব্র্যাডলি কুপার, গুইনেথ প্যালট্রো এবং জশ ব্রলিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।