Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসনবী শরীফ

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান

৬৬৫. অসুস্থতার যন্ত্রনাতে জাগে সঠিক বোধ হৃদয়
তওবা করে ক্ষমা চেয়ে নেকের কাজে মগ্ন হয়।

৬৬৬. চক্ষে তখন ভেসে ওঠে কার্যাবলী পাপ-গুনার
সত্য সঠিক পথে চলার করে মনন অঙ্গীকার।

৬৬৭. শপথ করেÑ আর নহে পাপ, করব খোদার বন্দেগী
ইবাদতে নেকের কাজে কাটিয়ে দেব যিন্দেগী।

৬৬৮. তাই বলি, রোগ নয় অভিশাপ এটাই মূলে সুস্থতা
দূর কর সব আবিলতাÑ কল্যাণের এ সার কথা।

৬৬৯. জেনে রেখো এটাই নিয়ম, সত্য এটাই চিরন্তন
মুক্তি-পথের সুগন্ধ পায় ব্যথা কাতর দীর্ণ মন।

৬৭০. চেতনাবোধ যতো অধিক ব্যথাও তত অধিক হয়
ব্যথা যতো অধিক তত বদনও হয় রক্তময়।

৬৭১. যাবর তুমি? কেন তবে কান্না বিলাপ পাইনা টের
চিহ্ণ কোথায়, কোথা তোমার রণন ঝনন যিঞ্জিরের ?

৬৭২. শৃঙ্খলে যে বন্দী সে কি হাসতে পারে উল্লাসে ?
কারায় কয়েদ লোক কি মাতে স্বাধীনতার উচ্ছ¡াসে ?

৬৭৩. মনে করো, হাত পা বাধা, সামনে খাড়া পাইক রাজার
একটু যদি নড়চড় ঝাঁপিয়ে পড়ে ভাঙবে ঘাড়।


৬৭৪. এমনি দশায় অবশ্যই ক্রুদ্ধ হয়ে লড়তে না
এক অসহায় ’পরে যুলুম আর অসহায় করতে না।

৬৭৫. খোদার ‘যবর’ তোমার ওপর না পাও যদি বিদ্যমান
খামুশ থাকো, পাইলে তবে দেখাও আমায় সেই নিশান।

৬৭৬. সত্যি বলো, যে ইচ্ছাটি বাস্তবায়ন করতে চাও
সেটি করার ক্ষমতা কি নিজের মাঝে দেখতে পাও ?

৬৭৭. আবার যে কাজ করবে বলে ইচ্ছে কোনো নেই তোমার
তখোন বলো ‘ইচ্ছে খোদার’,Ñ নেই আমাদের ইখতিয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ