Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণের চিন্তা নেই -কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ২:২৭ পিএম

আগামী নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভায় বিএনপিকে আমন্ত্রণ জানানোর কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।

বিএনপি আলোচনার মাধ্যমে টেকনোক্র্যাট কোটায় নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভায় থাকতে চায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘গতবার শুধু সরকারে অংশগ্রহণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও বিএনপিকে অফার করা হয়েছিল প্রকাশ্যে। এখানে গোপনীয়তার কিছু ছিল না। সেটা পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল হিসেবে। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল নয় এমন কাউকে সরকারে এবার আমন্ত্রণ জানানো হবে এমন কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।’

বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী ট্রেন থেমে থাকবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক



 

Show all comments
  • গনতন্ত্র ৩ মে, ২০১৮, ১১:৪৯ পিএম says : 0
    জনগন বলছেন, “ বুদ্ধি – ২০১৮ “ করতে হবে, করবো না সরতে হবে, সরবো না, পারলে তোমরা কিছু করনা কোন কথাই শুনবো না ৷ এক কান দিয়ে কথা শুনি অন্য কান দিয়ে বাহির হয়, কথা দিলে রাখতে হবে কোন রাজনীতিতে তা কয় ? কেন এগুলুকে মিথ্যে বলো এসব হলো রাজনৈতিক চাল, এজন্য আছো সংসদের বাহিরে তোমাদের বুদ্ধিতে ভেজাল ৷ জোপ বুঝে কোপ মেরে পেয়ে গেছি অনেক সাধের গদি, মনে করছো ছিনিয়ে নিবে আছে কি তোমাদের সে বুদ্ধি ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ