গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ৪ নং ব্রিজের উত্তর দিকে দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (০১ মে) ভোর সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন- হেদায়েতউল্লা (২৬) ও হাবিবুল্লা (২৩)।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলি জানান, মোটরসাইকেলটি নতুন ছিল। নিহত দুই বন্ধুর কারও মাথায় হেলমেট ছিল না বলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দুইজনই মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহত হেদায়েতউল্লা একটি বেসরকারি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন। তার বাবার নাম আব্দুর রউফ খান। বসবাস করেন সাত রাস্তা এলাকায়। বন্ধু হাবিবুল্লা গাজীপুরে থেকে চাকরির জন্য রাতে বন্ধুর কাছে আসেন। পরে মোটরসাইকেল নিয়ে বের হলে দুর্ঘটনায় তারা মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।