নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আগে ব্যাট করলে দুইশ’ পার, লক্ষ্য তাড়ায় নামলে রানপাহাড়ও ডিঙানো যেন অভ্যেসে পরিণত হয়েছে চেন্নাই সুপার কিংসের। এবারের আইপিএলে ৮ ম্যাচ খেলা ধোনির দল ৬ জয়ের ৪ ম্যাচেই আছে এমন অতীত। গতকাল ‘ঘরের মাঠ’ পুনের মাহরাষ্ট্র অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২১১ রান তোলে ৪ উইকেট হারানো চেন্নাই। বিশাল সংগ্রহের ভিতটা অবশ্য গড়ে দিয়েছেন শেন ওয়াটসন (৭৮) আর ডু প্লেসি (৩৩)। আম্বাতি রাইডুকে (৪১) নিয়ে দলের দুইশ’ পার করেন অধিনায়ক ধোনি (৫১*)। তার ২২ বলের ইনিংসটি ২টি চার ও ৫টি ছক্কায় সাজানো। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন অমিত, শঙ্কর, ম্যাক্সওয়েল।
বিশাল লক্ষ্য দিয়েও স্বস্তিতে কাটেনি চেন্নাইয়ের সময়। ঋষাব প্যান্ট (৭৯) আর বিনয় শঙ্করের (৫৪) ব্যাটে চড়ে জয়ের দোরগোড়াতেই পৌঁছে গিয়েছিল দিল্লি। তবে টপঅর্ডারের ব্যর্থতায় মাত্র ১৩ রানের হার দেখতে হয়েছে গম্ভীরের হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া দলটির। হাতে ৫ উইকেট থাকলেও নির্ধারিত ওভার শেষে ১৯৮ রানে থামতে হয় দিল্লিকে। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন আসিফ। একটি করে শিকার সদ্য বাবা হারানো লুঙ্গি এঙ্গিড়ি ও হারভজন সিং। ম্যাচ সেরার পুরস্কার ওঠে ওয়াটসনের হাতে।্
এই জয়ে সাকিবের দল হায়দরাবাদকে হঠিয়ে আবারও শীর্ষে ফিরেছে চেন্নাই। আর টেবিলের সবশেষে অবস্থানে ৮ ম্যাচে ২ জয় পাওয়া দিল্লি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।