প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশ্বখ্যাত সুইডিশ পপ ব্যান্ড অ্যাবা ভেঙে যাবার ৩৫ বছর পর এক হচ্ছে দুটি নতুন গান রেকর্ড করার জন্য।
এই দুটির মধ্যে ‘আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ’ গানটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে।
‘অ্যামেরিকান আইডল’ রিয়েলিটি শোয়ের স্রষ্টা সায়মন ফুলারের সঙ্গে ‘ভার্চুয়াল অ্যাবা’ নামের হলোগ্রাম ভিত্তিক পারফর্মেন্সের অংশ হিসেবে এই গান দুটি রেকর্ড করা হবে।
ব্যান্ডের চার সদস্য-সদস্যা- অ্যাগনেথা ফেল্টস্কোগ, বিয়র্ন উলভেয়াস, বেনি আন্ডেরশন এবং আনি-ফ্রিড লিংস্টাডের ডিজিটাল অনুরূপের মাধ্যমে এনবিসি এবং এবিসি নেটওয়ার্কে গানগুলোর প্রিমিয়ার হবে এই বছরের শেষে।
এক বিবৃতিতে ব্যান্ড বলেছে : “অ্যাবার অ্যাভাটার (‘অ্যাবাটার’) ট্যুরের সূচনাতে আমরা অপ্রত্যাশিত কিছু ফল পেয়েছি। আমরা চারজনই অনুভব করেছি ৩৫ বছর পর স্টুডিয়োতে ফেরা এক আনন্দদায়ক অভিজ্ঞতা হবে।”
সুইডেনে ১৯৭২ সালে গঠিত হবার পর অ্যাবার শত শত মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে বিশ্বব্যাপী।
দুই পুরুষ সদস্য বেনি আর বিয়র্ন কাজ চালিয়ে গেলেও ১৯৮৪’র পর তারা একসঙ্গে কাজ করেননি এবং শেষ তাদের একসঙ্গে দেখা গেছে ২০১৬তে।
ছবিঃ অ্যাবা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।