Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে পিস্তল ও বোমা তৈরির সরঞ্জামসহ ৫ জেএমবি সদস্য আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১১:৪৬ এএম | আপডেট : ৫:৪৪ পিএম, ২৯ এপ্রিল, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে দাবি করেছে র‌্যাব। রবিবার ভোর ৪টার সময় আটকের পর রোববার বেলা পৌনে ১২টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মো. খিদির আলীর ছেলে জিয়াউল হক ওরফে জিয়া ওরফে আবির ওরফে রঞ্জিত (৩৮), মৃত লুৎফর রহমানের ছেলে বেলাদুল ইসলাম ওরফে বেলাল (৫০), আনারুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৪), গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৩২), দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের মৃত আলিফ উদ্দিন খলিফার ছেলে কামাল হোসেন (৩৫)। র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গোরস্থান সংলগ্ন একটি আম বাগানে গোপন বৈঠকের সময় তাদের আটক করে র‌্যাবের একটি টহল দল। এসময় তাদের কাছে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ৮০০ গ্রাম গানপাউডার পাওয়া যায়। মাহবুব আলম জানান, জিয়াউল ওরফে জিয়াউর ওরফে জাকিউল ওরফে জিয়া রাজশাহী অঞ্চলের এক দায়িত্বশীলের নেতৃত্বে মাঠ পর্যায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তার অধীনে আরও কিছু সাথী ভাই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন অঞ্চলে কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি

১৭ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ