Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইপিএলও আমিরাতে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

২০১৯ সালে ভারতে ১৭তম লোক সভা নির্বাচন। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের ভেন্যু পরিবর্তন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের জন্য তাদের প্রথম পছন্দ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। কিন্তু সেই সময়ে ভারতের লোক সভা নির্বাচনের কারণে ভেন্যু সরিয়ে নিতে হতে পারে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।
আমিরাতে খেলা অনুষ্ঠিত হলে শারজাহ, দুবাই এবং আবুধাবিকে ভেন্যু হিসেবে রাখা হবে। এর আগেও অবশ্য নির্বাচনের কারণে আইপিএলের দুই আসর ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে টুর্নামেন্টটির দ্বিতীয় আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালেও আসরের লিগের প্রথম ভাগের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয় আমিরাতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ