Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় ভাগ্য নির্ধারিত হবে মার্কিন সেনাদের : ম্যাট্টিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস বলেছেন, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ভাগ্য উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সময় ঠিক হবে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর জিম ম্যাটিস গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা বললেন। ম্যাটিস বলেন, আমি মনে করি এখন থেকে আমরা একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যাব; আলোচনা হবে এবং এ নিয়ে কোনো পূর্বশর্ত থাকবে না। কূটনীতিকরা এখন বিষয়টি নিয়ে কাজ করবেন। এর একদিন আগে দক্ষিণ কোরিয়ার নেতা মুন জে-ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দীর্ঘপ্রতীক্ষিত ঐতিহাসিক বৈঠক হয়। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ