Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন সিনেটরের রিপোর্ট প্রকাশ

আফগানিস্তানে পেন্টাগনের অব্যবস্থাপনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে সন্ত্রাসদমন বিষয়ক গোয়েন্দা বিশেষজ্ঞদের পাঠানোর ব্যাপারে পেন্টাগনের একটি কর্মসূচিতে ধারাবাহিক অবস্থাপনা চলছে। এ নিয়ে একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সিনেটর ক্লায়ার ম্যাককাসকিলের দফতর। গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হোমল্যান্ড সিকিউরিটি এন্ড গভারমেন্টার এফেয়ার্স কমিটির সদস্য শীর্ষস্থানীয় ডেমোক্রেট সিনেটর ক্লায়ার ম্যাককাসকিল একটি রিপোর্ট প্রকাশ করেছেন। এতে ‘লিগ্যাসি’ কর্মসূচিতে পেন্টাগনের ধারাবাহিক অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরা হয়েছে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীকে পরামর্শ ও প্রশিক্ষণ দিতে সন্ত্রাসদমন বিষয়ক গোয়েন্দা বিশেষজ্ঞ সরবরাহের জন্য এই কর্মসূচি প্রণয়ন করা হয়। বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে অপ্রকাশিত ডিফেন্স কন্ট্রাক্ট অডিট এজেন্সির এক পর্যালোচনায় দেখা গেছে তাতে ৫১ মিলিয়ন ডলারের প্রশ্নযোগ্য ব্যয় রয়েছে। এর মধ্যে বিলাসবহুল যানবাহন কেনাও রয়েছে। ম্যাককাসকিলকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের বাজে অপচয় ও অপব্যবহারের ব্যাপারে সরকার একটি রিপোর্ট তৈরি করলেও তাতে কাউকে দায়ি করা হয়নি এবং একই কোম্পানি সরকারি ঠিকাদারি কাজ করে যাচ্ছে। অথচ এক বছর আগেই কোম্পানিটিকে স্থায়ীভাবে কর্মচ্যুত করা যেতো। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ