মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক সিআইএ প্রধান মাইক পম্পিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। তিনি রেক্স টিলারসনের স্থলাভিষক্ত হলেন। টিলারসনকে মাত্র এক বছর আগেই এই পদে নিয়োগ দেয়া হয়েছিলো। পরে তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
টিলারসনকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিয়ে চলছিল ট্রাম্প প্রশাসন। রীতি অনুযায়ী পম্পিওর নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে বৃহস্পতিবার ভোটাভুটি হয়।
মার্কিন সিনেটের ভোটাভুটিতে পম্পিও ৪২ জন সিনেটরের সমর্থন পান। ৫৭-৪২ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়।
উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে মাইক পম্পিও বেশি কট্টর। ফলে তার নিয়োগে হোয়াইট হাউসের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের মতপার্থক্য কমবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।
নিয়োগের শুরু থেকেই ডেমোক্র্যাটরা পম্পিওকে যুদ্ধবাজ ও মুসলিমবিদ্বেষী হিসেবে অভিযুক্ত করে আসছেন।
এর পরও সিনেটে রিপাবলিকান বাদে ছয় ডেমোক্র্যাট সিনেটরও তার পক্ষে ভোট দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।