Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিব-রশিদে উড়ছে হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৪৬ এএম | আপডেট : ১২:৪৯ এএম, ২৭ এপ্রিল, ২০১৮

গেইলদের কাছেও মাত্র ১৩৩ রানের লক্ষ্য কঠিন হয়ে গেল সাকিব-রশিদদের বোলিংয়ের সামনে! উত্তেজনা ছড়ানো লো স্কোরিং ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৩ রানে হারিয়ে দিল সানরাইজার্স হায়দারাবাদ। রাজীব গান্ধী স্টেডিয়ামে
প্রতিপক্ষ শিবিরে ব্যাটিং দানব গেইল, ছোট প্যাকেট বড় ধামাকা রাহুল, ঝড় তোলায় সিদ্ধ হস্ত ফিঞ্চ। স্বভাবতই বড় ইনিংসই জয়ের একমাত্র পথ হতে পারত হায়দরাবাদের। শিখর ধাওয়ান (১১) পারেননি, উইলিয়ামসনও ব্যর্থ (০)। একই পথে ¤øান ঋদ্ধিমান শাহার (৬) ব্যাটও। মাত্র ২৭ রানে ৩ টপ অর্ডারের এমন মড়কের পর সাকিব আল হাসানকে নিয়ে হাল ধরেন মানিষ পান্ডে। এই জুটিতে ৫২ রানের পর পাঠানকে নিয়ে আরো একটি ৪৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের ভিত এনে দেন পান্ডে। দলের প্রয়োজনেই তিনজনই ছিলেন স্বভাববিরুদ্ধ ‘ধীর’। পরিণতি, নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারানো হায়দরাবাদের ঝুলিতে জমা পড়ল মাত্র ১৩২ রান। এই ৬ উইকেটের ৫ডঁই আবার পকেটে পুরেছেন অঙ্কিত রাজপুত। ৪ ওভার বল করে রানও দিয়েছেন মাত্র ১৪!
ধুন্ধুমার টি-২০’র যুগে, গেইলদের ফর্মের সামনে তুড়ি মেরে উড়িয়ে দেবার মতই লক্ষ্য এটি। তবে সেটি হতে দেননি সানরাইজার্স বোলাররা। আরেকটু মোটা দাগে বললে হতে দেননি সাকিব আর রশিদ খানরা। শুরুটা ভালোই করেছিলেন গেইল-রাহুল। ৫৫ রানের জুটিতে রাহুলের অবদান ৩২ আর গেইলের ২৩। ঐটুকুই। এর পওে আর কোন ব্যাটসম্যানের ভীত শক্ত হতে দেননি হায়দরাবাদ বোলাররা। রশিদের শিকার ৩, সাকিব, সন্দীপ আর থাম্পি তুলে নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের দিনে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে এক বোলারের হাতেই। তবে সেটি হায়দারাবাদের নন, ৫ উইকেট নেয়া পাঞ্জাবের মিডিয়াম পেসার অঙ্কিত রাজপুত।
৭ ম্যাচ শেষে ৫ জয় নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল সানরাইজার্স। সমান ম্যাচে সমান জয়ের পরও রানরেটে পিছিয়ে থেকে তিনে পাঞ্জাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ