মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অংশবিশেষ ধসে পড়ার পর উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি রি ‘সম্ভবত ব্যবহারের অনুপযোগী’ হয়ে পড়েছে বলে মনে করছেন চীনা বিজ্ঞানীরা। ২০০৬ সালের পর এই কেন্দ্র থেকেই অন্তত ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিবিসি জানায়, গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ পরীক্ষার পর পুঙ্গি রি-তে পরপর বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হয়। ভূতাত্তি¡কদের ধারণা, পরীক্ষাকেন্দ্রের ভিতরে থাকা পাহাড়ের অভ্যন্তরের একাংশ ধসে পড়ায় এ পরাঘাতগুলোর সৃষ্টি হয়েছিল। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য ঐতিহাসিক বৈঠকের আগে শনিবার অভূতপূর্ব এক ঘোষণায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক পরীক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন। এর কয়েকদিনের মাথায় পুঙ্গি রি-র বর্তমান পরিস্থিতি নিয়ে চীনা বিজ্ঞানীদের আশঙ্কার কথাও প্রকাশ পেল। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার (ইউএসটিসি) বিজ্ঞানীদের এ গবেষণাপত্রটি আমেরিকান জিওফিজিকাল ইউনিয়নের জার্নাল জিওফিজিকাল রিসার্চ লেটারে প্রকাশিত হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। গবেষকরা বলছেন, সেপ্টেম্বরের পারমাণবিক পরীক্ষার সাড়ে ৮ মিনিট পর ‘পুঙ্গি রি পরীক্ষা কেন্দ্রমুখী একটি স্থাপনা খাড়া অবস্থায় ধসে পড়ে’। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।