রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এনআরবি গেøাবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পনী নামে একটি শাখা অফিস টাকা আত্মসাতের অভিযোগে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। নারায়নগঞ্জের ফতুল্লা থানার দক্ষিন রসুলপুর গ্রামের আব্দুস ছালাম প্রধানের মেয়ে জহুরা আক্তার লাকী (৩২) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউপি’র রসুলপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী রূপালী আক্তার (২৫) কয়েকজন অফিস স্টাফ নিয়ে লাকী আক্তার নিজেকে কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার বেকার যুবক যুবতীদের মাসিক ১০ হাজার টাকা বেতনের আশ্বাস দিয়ে ইউনিট ম্যানেজার, ট্রেইনার এবং ফিল্ড অফিসার পদে তিন শতাধিক কর্মী নিয়োগ দেয়। নিয়োগকৃতদের প্রতিজনের কাছ থেকে ৩৬ হাজার টাকা জামানত গ্রহন করে। অভিযোগে জানা যায়, ১১ মাস পূর্বে নিয়োগ দিলেও নিয়োগকৃতদেরকে বেতন ভাতা প্রদানে গড়িমসি শুরু করলে চাপের মুখে পড়ে লাকী। গত ২৩ এপ্রিল সন্ধায় লাকী তার অফিস স্টাফ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীরা টাকা ফেরৎ চেয়ে অফিস ঘেরাও করে। খবর পেয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাগজ পত্রাদি জব্দ করে অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়। প্রতারক লাকীকে আটক করে থানায় নিয়ে আসলেও অপর আসামী রুপালী ও তার স্বামী স্বপন মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষে মাহবুল হক রুবেল বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত লাকীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।