Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

সোনারগাঁ উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগে মনির হোসেন নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় ধর্ষিত কিশোরীর পিতা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় কিশোরীর পিতা উল্লেখ করেন, গোপালগঞ্জ জেলার বৌলতলী পদ্মাবিলা এলাকার খন্দকার আলমগীরের ছেলে মনিরের সাথে আমার মেয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় হয়। ফেইসবুকে মনির হোসেন তাকে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে পরিচয় দেয়। পরিচয়ের এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরে গত বছরের আগষ্ট মাসের ৭ তারিখে আমার মেয়েকে বিয়ে করবে বলে বাড়ি থেকে জুরাইনের পোস্তাখোলা এলাকায় আসতে বলে। তার কথায় রাজি হয়ে আমার মেয়ে বরিশালের বাকেরগঞ্জ থেকে ৪০ হাজার টাকা ও জামাকাপড় নিয়ে পোস্তখোলা এলাকায় আসলে তাকে বিয়ে না করে কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মনিরের ভাড়াটিয়া বাড়িতে রেখে আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এভাবে কয়েক মাস ধর্ষণের ফলে আমার মেয়ে আর্ন্তস্বত্তা হয়ে পড়লে মনির হোসেন তাকে জোরপূর্বক গর্ভপাত ঘটায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ের প্রলোভনে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ