Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ দলের অংশগ্রহণে আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। দলগুলো চার গ্রুপে ভাগ হয়ে পরস্পরের বিপক্ষে লড়বে। ‘এ’ গ্রুপে খেলছে- ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপের দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ এমএফএস ও টিম বিজেএমসি। ‘সি’ গ্রুপে আছে- চট্টগ্রাম আবাহনী, ঢাকা মোহামেডান ও আরামবাগ ক্রীড়া সংঘ। এবং ‘ডি’ গ্রুপে রয়েছে- ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। গ্রুপপর্বে প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে। বিকল্প ভেন্যু হিসেবে থাকছে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। ‘এ’ গ্রুপের দল ব্রাদার্স এবং সাইফ এসসির ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। বিকাল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে ‘ডি’ গ্রুপের দল ঢাকা আবাহনী লড়বে ফরাশগঞ্জের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট ধারী দু’টি করে দল খেলবে কোয়ার্টার ফাইনালে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ