Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমদের রক্তে রঞ্জিত কংগ্রেসের হাত : খুর্শিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতে কংগ্রেসের হাত মুসলিমদের রক্তে রঞ্জিত বলে মন্তব্য করেছেন ঊর্ধ্বতন কার্যনির্বাহী সালমান খুর্শিদ। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতিবিনিময়কালে প্রাক্তন এক ছাত্রের প্রশ্নের জবাবে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এমন বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের হাতেও রক্ত লেগে আছে। খবর টাইমস অব ইন্ডিয়া। মতবিনিময়কালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমির মিন্টু কংগ্রেসের শাসনামলে সা¤প্রদায়িক দাঙ্গার বিষয়টি তুলে আনেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালমান বলেন, আমি কংগ্রেসের একটি অংশ। তবে আমি এটা স্বীকার করতে চাই যে, আমাদের হাতে মুসলিমদের রক্ত আছে। তিনি বলেন, যদিও আমরা ভুল করেছি তারপরও আমাদের অধিকার রয়েছে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো। ওই ছাত্রের প্রশ্নের জবাবে সালমান বলেন, আমি বুঝতে পারছি, কেন আপনি প্রশ্নটি করেছেন। আসলে আপনি বলতে চাচ্ছেন, কেউ যদি আপনার উপর এখন আক্রমণ করে তাহলে আমরা (কংগ্রেস) হয়তো আপনাকে রক্ষা করতে এগিয়ে আসবো না। আমি আপনাদের বলতে চাই, আমরা আমাদের হাতে থাকা রক্ত দেখাতে প্রস্তুত আছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে, আপনারা আপনাদের হাতে রক্ত পেতে পারেন না। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিমদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ