Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. চীন সাগর নিয়ে চীন-যুক্তরাষ্ট্র অচলাবস্থা, ভারতও উদ্বিগ্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দক্ষিণ চীন সাগরে বারবার বিমানবাহী রণতরী মোতায়েন নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। চীন তার বিমানবাহী রণতরী লিয়াওনিং ও অন্যান্য এসকর্ট যুদ্ধজাহাজ হাইনান দ্বীপের কাছে মোতায়েন করতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রও তার নিমিৎজ-ক্লাস ক্যারিয়ার রুজভেল্টকে দক্ষিণ চীন সাগর অভিমুখে পাল তোলার নির্দেশ দিয়েছিল। আর গত কয়েক দিন ধরে দক্ষিণ চীন সাগরকে ঘিরে এযাবতকালের সবচেয়ে বড় নৌ কুচকাওয়াজ (নেভাল প্যারেড) চালাচ্ছে চীন। প্রেসিডেন্ট শি জিন পিং নিজে এই কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন। এতে ৪৮টি যুদ্ধজাহাজ, ৬টি পারমাণবিক সাবমেরিন, ৭৬টি এয়ারক্রাফট ও বিমানবাহী রণতরী লিয়াওনিং অংশ নিচ্ছে। প্রায় ১০ হাজার সেনাসদস্য অংশগ্রহণ করছেন এ মহড়ায়। সেখানে শি বলেছেন, চীনকে নৌশক্তিতে বিশ্বসেরা হতে হবে। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পার্টির প্রতি নিরংকুশ আনুগত্য প্রদর্শনের আহ্বান জানান। নৌশক্তিমত্তা প্রদর্শনের পর চীন এখন তার পুরোপুরি দেশে তৈরি বিমানবাহী রণতরী-শানডংয়ের সামুদ্রিক পরীক্ষার (সি-ট্রায়াল) প্রস্তুতি নিচ্ছে। এটি লিয়াওনিংয়ের মতো নয়, যা সোভিয়েতদের কাছ থেকে কেনা পুরনো জাহাজ। সমপ্রতি শেষ হওয়া বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে দালিয়ান শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, দেশে তৈরি টাইপ-০০১এ ক্যারিয়ারটি ট্রায়ালের জন্য পুরোপুরি প্রস্তুত। চীনের দ্রæতবেগে বিমানবাহী রণতরী নির্মাণ ও মোতায়েন ভারতের জন্য কৌশলগত ব্যর্থতা। ভারতের একমাত্র অপারেশনাল এয়ারক্রাফট ক্যারিয়ারটি চীনের ধাবনাম নৌশক্তির কাছে পাত্তা পাবে না। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতের নিজস্ব তৈরি ৪০ হাজার টনের ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের পরীক্ষামূলক যাত্রা শুরু হতে ২০২০ সালের অক্টোবর লেগে যাবে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ. চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ