মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরে মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে চীনের দুইটি যুদ্ধ বিমান। মার্কিন গোয়েন্দা বিমানটির গতি অনিরাপদভাবে রোধ করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান রুটিন টহল দেয়ার সময়ে এ ঘটনা ঘটেছে। উপযুক্ত সামরিক এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা দফতর চীনের কাছে বিষয়টি উপস্থাপন করছে বলেও এতে উল্লেখ করা হয়। অন্যদিকে চীন বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে নিজেদের নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জগুলোতে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বাধ্য হচ্ছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ-বাহিনীর পর্যবেক্ষণ তৎপরতার কারণে সেখানকার দ্বীপপুঞ্জগুলোতে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে করতে বেইজিং অনেকটা বাধ্য হয়েছে বলে খবরে জানানো হয়। মার্কিন গোয়েন্দা বিমান আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন মাফিক টহল দিচ্ছিল বলে পেন্টাগনের এক বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে উপযুক্ত সামরিক এবং কূটনৈতিক যোগাযোগের মধ্য দিয়ে চীনের কাছে বিষয়টি তুলে ধরা হবে বলে মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।