Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. চীন সাগরে নৌবহর মোতায়েন ভারতের

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় নৌবহরকে দক্ষিণ চীন সাগর ও উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হয়েছে। এসব জাহাজে উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের অস্ত্র রয়েছে। ভারতীয় নৌবহরের চারটি জাহাজ গত বৃহস্পতিবার আড়াই মাসের জন্য এ অভিযানে রওয়ানা দিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ‘দ্যা ডিপ্লোম্যাট’ এ খবর দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর সামরিক অভিযানের সক্ষমতা প্রদর্শন এবং ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসির বিষয়ে প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্য দেশের নৌবাহিনীর সঙ্গে সামরিক-কূটনৈতিক সম্পর্ক বাড়ানোও চলমান অভিযানের লক্ষ্য। আড়াই মাসের অভিযানে ভারতের এসব জাহাজ ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও মালয়েশিয়ার বন্দরে ভিড়বে। প্রতিটি বন্দরে জাহাজগুলো চারদিন করে অবস্থান করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ. চীন সাগরে নৌবহর মোতায়েন ভারতের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ