Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ভিটেহারা সাবজানের পাশে পুলিশ

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে দীর্ঘ ২২ বছর ধরে আইনি লড়াই শেষে ফিরে পাওয়া জমিতে ঘর করেও বসবার করতে পারেননি বৃদ্ধা সাবজান। প্রতিপক্ষের লোকজন সাবজানের ঘর গুড়িয়ে দিয়ে ভিটেকে বানিয়ে দেয় ফসলি জমি। আশ্রয়হারা সাবজানের পাশে দাঁড়িয়েছেন পুলিশ। পুলিশের উদ্যোগে সাবজানকে ঘর করে দেয়া হচ্ছে।
জানা যায়, উপজেলা জাটিয়া ইউনিয়নের টাঙ্গনগাতি গ্রামের মৃত রহিম বকসের স্ত্রী মোছা. সাবজান। তার আবদুর রাশিদ ও আবদুর রশিদ নামে দুই ছেলে এবং সাহেরা খাতুন ও রুমেলা খাতুন নামে দুটি মেয়ে রয়েছে। দীর্ঘ দিন আগে স্বামী মানসিক ভারসাম্যহীন হয়ে মারা যাওয়ার পর থেকে সন্তানদের নিয়ে ভিটে ছাড়া সাবজান। বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে ১৯৯৬ সালে ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারি জজ আদালতে আট একর ৮১ শতক জমির জন্য মামলা করেন সাবজান। আদালত বিচারিক কার্যক্রম শেষে ২০১২ সালের শুরুর দিকে সাবজানের পক্ষে একটি রায় প্রকাশ করেন। এরপর আরো বিভিন্ন জটিলতা শেষে আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে চলতি বছরের ৩১ জানুয়ারি পুলিশ, আদালতের নাজিরসহ অন্যেরা সাবজানকে দুই দশমিক ৩৫ একর জমি বুঝিয়ে দেন। সেই জমিতে ঘর তুলতে গেলে বাধা দেয় স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে ঘর করে বসবাস শুরু করে সাবজান। কিন্তু গত ১২ এপ্রিল রাতে সাবজানকে ঘর থেকে বের করে দিয়ে ভিটাতে থাকা চারটি ঘর ভেঙে গুড়িয়ে দেয় প্রতিপক্ষ। বিষয়টি নিয়ে গত ১৪ এপ্রিল সাবজান ঈশ^রগঞ্জ থানায় প্রতিপক্ষের ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনন্ত ২০ জনকে আসামি করে মামলা করেন। বৃদ্ধার এই করুণ পরিণতির কথা জানতে পেরে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সেই বসত ভিটেতে ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
সাবজানের ভিটেতে ঘর তৈরির কাজ শুরু হয়েছে। ঈশ^রগঞ্জ থানার ওসি বদরুল আলম খান ও একদল পুলিশ সদস্যের উপস্থিতিতে শুরু হয় ঘর তৈরি কাজ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাবজানকে ১০ হাজার টাকা ও তিন বান্ডেল টিন দেন। এ ছাড়া সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার আশ^াস দেন। বিকেলে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্তকর্তার ঘটনাস্থল পরির্দশন করেন।
ঈশ^রগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, সাবজানের দুরবস্থার বিষয়টি জেনে পুলিশ সুপার একটি ঘর করে দেয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা মোতাবেক সাবজানকে তার পুরোনো ভিটায় ফেরাতে উদ্যোগ নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ