পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞানী ড. ফাদি আল বাচ হত্যাকান্ডে দুই ককেশীয় ব্যক্তি জড়িত। আহমাদ জাহিদ হামিদি বলেন, সেই দুই ব্যক্তি এক বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। সবদিক বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তদন্ত চলবে। তদন্তের অগ্রগতি নিয়ে হালনাগাদ সব তথ্য জানানো হবে বলেও ঘোষণা দিয়েছেন আহমাদ জাদিদ। এ সময় যথাসম্ভব দ্রুত দুই খুনিকে শনাক্ত করতে ইন্টারপোল ও এশিয়ানপোলের সঙ্গে তার মালয়েয়িশার পুলিশ কাজ করছে বলে জানান উপপ্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ফিলিস্তিনি বিজ্ঞানী ড. ফাদি আল বাচ আজান শুনে ফজর নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। গত শনিবার ভোরে কুয়ালালামপুরে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে কিছু দূর যেতেই পরপর ১০টি গুলি ছুটে আসে তার দিকে। এর মধ্যে চারটি গুলি শরীরে লাগলে লুটিয়ে পড়েন ড. ফাদি। আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩৫ বছর বয়সী এ তরুণ ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র সদস্য। ইসলামিক জিহাদ আন্দোলনের গাজা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা খালিদ বাচ তার চাচাতো ভাই। কিন্তু রাজনৈতিক পরিচয়ের চেয়েও ড. ফাদি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিলেন তার প্রতিভার কারণে। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, শিক্ষক ও মসজিদের ইমাম। রকেট নির্মাণে পারদর্শিতার জন্যও খ্যাতিমান ছিলেন। মালয়েশিয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত আনওয়ার এইচ আল আগা বলেন, ফাদি ছিলেন তার বাসার কাছাকাছি মসজিদটির দ্বিতীয় ইমাম। ১০ বছর ধরে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।