মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের রাজপ্রাসাদের বাইরে মুহুর্মুহু গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের রাজপ্রাসাদের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর মিররের।
খবরে বলা হয়েছে, গোলাগুলির একটি ভিডিও ফুটেজ টুইটারে শেয়ার করা হয়েছে। অসমর্থিত সূত্রের শেয়ার করা ওই ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় সউদী সরকার বা কোনো কর্তৃপক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে মিররের খবরে উল্লেখ করা হয়েছে।
এদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাজপ্রাসাদের সামনে একটি ছোট আকারের ড্রোন উড়ছিল। ওই ড্রোনটি ভূপাতিত করতে নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়ে।
সরকারি বিবৃতিতে সেটিকে একটি খেলনা ড্রোন বলে জানান হয়েছে। তবে কে বা কারা সেটি কী উদ্দেশ্যে উড়িয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ড্রোন ওড়ানো এবং গোলাগুলির ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, ড্রোন উড্ডয়ন এবং ভূপাতিত করার সময় সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ওই প্যালেসে ছিলেন না। তিনি দিরিয়ায় তার একটি ফার্মে অবস্থান করছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।