Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আগামী মৌসুমে বিগ ব্যাশ ক্রিকেট লিগের (বিবিএল) পরিসর আরো বাড়ানোর বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নেয়া সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। তিনি বোর্ডকে উদ্দেশ্য করে বলেন, ‘লোভ ত্যাগ করে সবার জন্য সুবিধাজনক একটি পন্থা খুঁজে বের করুন।’
২০১৭-১৮ মৌসুমের তুলনায় পরবর্তী মৌসুমের বিবিএলের খেলা আট রাউন্ডের পরিবর্তে ১০ রাউন্ডে উন্নীত করা হয়েছে। প্রথম পর্বের ম্যাচ সংখ্যাও বাড়ানো হয়েছে ৩৫টির পরিবর্তে ৪৩টি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) হোম এন্ড অ্যাওয়ের আদলে এটি করা হচ্ছে। এর ফলে নক আউট পর্বসহ সর্বমোট ৫৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এক টুইট বার্তায় ওয়ার্ন তার হতাশা ব্যক্ত করে বলেন, ‘অতি লোভে তাতী নষ্ট। আগামী মৌসুমে বিবিএলে ম্যাচের সংখ্যা বেড়ে যাবে। যা খুবই হাস্যকর। এটি নিয়ে কম লোভ করাই উচিত। সেখানে ম্যাচ সংখ্যা এতো বেশি করা উচিত হবে না যার ফলে চমৎকার এই খেলাটি মুখ থুবড়ে পড়ে।’
কেবল ওয়ার্ন নয়, ম্যাচ বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার রডনি হগও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ