মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হতে পারছে না জাপান। গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা একথা জানিয়ে বলেছেন, টোকিও পিয়ংইয়ংয়ের ওপর সর্বোচ্চ চাপ অব্যহত রাখবে। ওয়াশিংটনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, আমরা উত্তর কোরিয়ার এই প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে বসে থাকতে পারি না। ইৎসুনোরি বলেন, পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের মতো গণবিধ্বংসী মরণাস্ত্র চূড়ান্তভাবে পরিত্যাগ না করা পর্যন্ত জাপান তাদের ওপর চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসবে না। উত্তর কোরীয় নেতা কিম জং উন শনিবার এক ঘোষণায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়াকে স্বাগত জানানোর অংশ হিসেবে তার দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ রাখবে। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।