Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বনানীতে বাসের চাপায় তরুণীর পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:২৩ পিএম

তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীবের মৃত্যুর পর এবার রাজধানীর বনানীতে বাসের চাপায় রোজি নামে এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩ বাসের চাপায় রোজির ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক বাস চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় মহাখালী থেকে উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাস তাকে ধাক্কা দেয়। রোজি পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। তিনি বনানী নিকেতনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ