Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাব সাংবাদিক আতিকুর রহমানের পিএইচডি ডিগ্রি লাভ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মুহা. আতিকুর রহমান পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের গত ৪৭৮তম সভায় তাঁকে এ সর্বোচ্চ ডিগ্রী প্রদান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের প্রফেসর ড. মো. আব্দুস সালামের তত্ত¡াবধানে তাঁর গবেষণা শিরোনাম “শেখ আব্দুর রহিম : ইসলামী সাহিত্যে তাঁর অবদান”। তিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ইউসুফ আলী কলেজে প্রভাষক পদে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি দৈনিক ইনকিলাব ও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্বরত আছেন। এ ছাড়াও তিনি পরপর দু’বার গোমস্তাপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে পুরস্কৃত হন। শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি জাতীয় পত্র-পত্রিকায় কলাম-প্রবন্ধ লেখেন। পিএইচডি ছাড়াও তাঁর একটি অপ্রকাশিত গবেষণা গ্রন্থ রয়েছে। ভবিষ্যতে তিনি বাংলা ভাষা-সাহিত্যে ইসলামী রেনেসাঁ বিষয়ে গবেষণায় আগ্রহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনকিলাব

২৭ জানুয়ারি, ২০২৩
৪ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ