Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে ৩ ডাকাত গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গাজীপুরের শ্রীপুরে ১৮ এপ্রিল বুধবার রাতে ঢাকার আশুলিয়া ও কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ মোড়ে অভিযান চালিয়ে ৩ ডাকাত কে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলো- দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার চেচুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শমসের আলী (৪৫), রংপুর জেলার গঙ্গাচরা থানার পাইকান গ্রামের মতিউর রহমানের ছেলে রাশিদুল ইসলাম (৩৫) এবং লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার উত্তর পারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে মো: শরিফুল ইসলাম (২০)। গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের এলইডি টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ জানায়, গত ২৩ মার্চ শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নাধীন ঢাকা-কালিগঞ্জ মহাসড়কের দমদমা ব্রীজের পাশে গাছ গুড়ি ফেলে একটি মাইক্রোবাসে ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ সশস্ত্র ডাকাত দল ডাকাতি করে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা নং ৫৭(৩)১৮ হলে মামলার তদন্ত কর্মকর্তা দুই দুইবার ঢাকা রেঞ্জ পুরস্কার প্রাপ্ত এস.আই শহিদুল হক মোল্লা তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের সনাক্ত করে। বুধবার রাতে অভিযান চালিয়ে ৩ ডাকাত কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে স্যামসাং এলইডি টিভি, ল্যাপটপ, আইফোন সহ বিভিন্ন ব্রান্ডের ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ