বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের মানুষ শান্তিতে নেই। মানুষ অস্থিরতার মধ্যে বসবাস করছে। মানুষের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দেশের মানুষ মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। এখন চায়ের দোকানেও মাদক পাওয়া যায়। তিনি বলেন, নৈতিকতা বিবর্জিত জাতিকে বাঁচাতে হলে ইসলামের সুমহান শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং ইসলামের অনুশাসন মেনে চলতে হবে। তিনি দেশবাসীকে ইসলামের পক্ষে অবস্থান নিতে আগামী নির্বাচনে হাতপাখাকে ক্ষমতায় আনার আহ্বান জানান। গতকাল সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজবাড়ী জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহরের একটি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জামান, আলহাজ্ব নুর মোহাম্মদসহ জেলা নেতবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।